আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় বুধন্তি টি এন্ড সি ব্রিকফিল্ডের সংলগ্ন ঢাকা সিলেট হাইওয়ে রোডে বালুবাহী ড্রাম ট্রাক ও সিমেন্ট বাহী ট্রাক মুখোমুখি সংঘর্ষে বালুবাহী ট্রাকের চালক গুরুতর আহত।
৪ই মে (রবিবার) বিকাল ২টায় এ ঘটনা ঘটে।এ সময় বালু বাহী ট্রাকের ড্রাইভার গুরুতর আহত হন।প্রত্যক্ষ সূত্রে জানা যায়, সিমেন্ট বাহী ট্রাকটি সিলেট ও অপর ট্রাকটি ঢাকা অভিমুখী ছিল।
এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মামুন রহমান জানান, খবর পেয়ে আমাদের উদ্ধার টিম বালুর ড্রাম ট্র্যাকটি রাস্তা থেকে সরিয়ে যানজট নিরসন করা হয়। আহতের কোন খোঁজ আমাদের কাছে আসেনি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics