আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:-
. বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। এই দেশে শতকরা ৮০% মানুষ কৃষি নির্ভরশীল। সরকার কৃষকের উপর গুরুত্ব দিলেও, উন্নয়নের ছোয়ার বাহিরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল, ডালপা কুতুবপুর মাতালের বাড়ি সহ প্রায় ১০ হাজার জনসাধারণ। তাদের প্রায়ই কৃষি কাজে নির্ভরশীল।
মৌসুমে যখন কৃষকরা তাদের জমি থেকে ধান কাটার সময় হয় সকলের মুখে হাসি ফুটলেও ধান কাটতে গিয়ে অতিরিক্ত মাত্রায় ভোগান্তি কেড়ে নেয় তাদের হাসি।
. এই এলাকার বছরে একটি ফসল বোরো ধান, প্রত্যেক বারই চাষাবাদ থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত তাদের ভোগান্তির শেষ নেই।বর্তমানে বাংলাদেশে মজুরের সংকটে ভোগান্তিতে কৃষক। সরকার কৃষকের সহযোগিতায় বিভিন্ন প্রযুক্তি মাঠে নামালেও ইছাপুরা ইউনিয়নের কয়েকটা গ্রামে প্রযুক্তির ব্যবহারে বাহিরে রয়েছে একমাত্র যাতায়াতের দুরবস্থা কারণে।
. এই গ্রামে এখনও বাহিরের জেলা থেকে মজুর এনে তাদের ধান কাটতে হয়। তারা এখনো প্রযুক্তির বাহিরে।বিভিন্ন সময় সরকারের কাছে বালিয়াজুরী গাঙ্গে একটি ব্রিজের জন্য কয়েকবার আবেদন করেও তারা ব্যর্থ।
এই ব্রিজটি হলে উক্ত ইউনিয়ন বাসির স্বল্প খরচে হাজারো বিঘা বোরো চাষ করা সম্ভব। এতে করে কৃষকদের অতিরিক্ত ব্যয় কমে আসবে, উন্নয়ন হবে দেশ।
. তাই কৃষকরা মলিন কন্ঠে কর্তৃপক্ষের দৃষ্টিতে আবেদন জানান, বালিয়াজুরী গাঙ্গে একটি ব্রিজের অনুমোদন দেওয়ার জন্য।
. এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আশিকুর রহমান ভূঁইয়া জানান, বিষয়টি গুরুত্বের সহিত নজরে এনেছি এবং অনুমোদনের জন্য সদর দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics