Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে বোর্ড রেজাল্ট এ শীর্ষস্থানে সাতগাঁও জামিয়া খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা ও কারিগরি শিক্ষালয়

 

আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

 

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ২০২৪-২৫ শিক্ষা বর্ষে ৪টি বোর্ড পরীক্ষায় শীর্ষ স্থানে জামিয়া খাতুনের জান্নাত মহিলা মাদ্রাসা।

আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া পরীক্ষায় ১৩ জন অংশগ্রহণে ১২জন কৃতকার্য হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া মহিলা মাদ্রাসা শিক্ষাবোর্ডে সফফে সাদেস মিজান জামাতে শতভাগ কৃতকার্য সহ পরীক্ষায় জেলায় ২৬৬০ জন অংশগ্রহণকারীর মধ্যে ৩১,৭০ ও ৭১তম স্থান পেয়েছেন।

আল খলিল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ অংশগ্রহণকারী ১০জনের এ প্লাস চারজন সহ শতভাগ কৃতকার্য হয়েছেন।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি পরীক্ষায় ৩৬জন অংশগ্রহণের ৩৫ জন কৃতকার্য হয়েছেন এবং বোর্ডের অধীনে দেড় লক্ষ শিক্ষার্থীর মধ্যে ৭১ ও ৯৬তম স্থান পেয়েছেন।

মাদ্রাসাটি মাওলানা ইয়াছিন হাসান ২০১৬ সালে ৩২০জন ছাত্রী নিয়ে করে যাত্রা শুরু করেন। বর্তমানে ৩৫জন শিক্ষক/শিক্ষিকা মোট ১৩টি শ্রেণীতে, প্রথম শ্রেণী (নূরানী) হইতে মাস্টার্সে (দাওরায়ে হাদিস) মোট ৭০০ জনের অধিক শিক্ষার্থী রয়েছে।

প্রতিষ্ঠাতা মাওলানা ইয়াছিন হাসান জানান, অভিভাবকদের সার্বিক সহযোগিতা ও দোয়া পেলে আশা করি ইনশাল্লাহ সামনে আরো ভালো ফলাফল করতে সক্ষম হব।

Daily Frontier News