মোঃ শাহিন চৌধুরীর জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানাধীন ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের পশ্চিম কালাছড়া সাকিনের ছাত্তার আকবর এর বাড়ীর উত্তর পাশে নাল জমি (বেগুন) ক্ষেতে।
. রোজ বৃহস্পতিবার ২৭শে মার্চ ২০২৫খ্রি. তারিখ ১১.৩০ ঘটিকার সময় এসআই(নিরস্ত্র)/মোঃনুরুন্নবী এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ বিজয়নগর থানাধীন ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের পশ্চিম কালাছড়া সাকিনের ছাত্তার আকবর এর বাড়ীর উত্তর পাশে নাল জমি (বেগুন) ক্ষেতে পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক আসামী-(১) জহির (২৩), পিতা-মৃত হাশিম, সাং-মহেষপুর (দক্ষিণ পাড়া), (২) মিন্টু আকবর (৩২), পিতা- ছাত্তার আকবর, সাং-পশ্চিম কালাছড়া, উভয় ইউপি-বিষ্ণুপুর, থানা- বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’দ্বয় মাদকদ্রব্য ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা ফেলে রেখে সুকৌশলে অজ্ঞাত স্থানে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল হইতে উক্ত ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয় ।
. এ বিষয়ে অফিসার ইনচার্জ বিজয়নগর থানা জনাব মোঃ রওশন আলী মেড়িয়া প্রতিনিধি কে জানান,থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে । আসামি গ্রেপ্তারে বিভিন্ন টিম থানা এলাকার কাজ করে যাচ্ছে । আইনশৃঙ্খলা উন্নয়নে ও মাদক বিরোধী অভিযানে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা দায়িত্ব পালনের সচেষ্ট আছি ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics