মোঃ শাহিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া:-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানাধীন ৫নং হরষপুর ইউনিয়নের বাগদিয়া সাকিনস্থ বাগদিয়া সরকারি প্রার্থমিক বিদ্যালয় মাঠের পূর্ব পাশে জনৈক ছুর রহমানের বাড়ির সামনে সীমের বাগানের মধ্যে।
. রোজ শুক্রবার ২১শে মার্চ ২০২৫খ্রি. তারিখে ৮:৩০ ঘটিকার সময় এসআই(নিরস্ত্র)/মোঃ মনির হোসেন এর নেতৃত্বে এএসআই(নিরস্ত্র)/ইমরান হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ বিজয়নগর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান করা কালে বিজয়নগর থানাধীন ৫নং হরষপুর ইউনিয়নের বাগদিয়া সাকিনস্থ বাগদিয়া সরকারি প্রার্থমিক বিদ্যালয় মাঠের পূর্ব পাশে জনৈক ছুর রহমানের বাড়ির সামনে সীমের বাগানের মধ্যে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী- (১)মোঃ বাবুল মিয়া (৩৫), পিতা-আলী আহাম্মদ কবিরাজ, সাং-বাগদিয়া (পূর্ব পাড়া), ইউপি- ৫নং হরষপুর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা ফেলে রেখে সুকৌশলে অজ্ঞাত স্থানে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল হইতে উক্ত ৫০ কেজি গাঁজা আলামত উদ্ধার করে।
. এ বিষয়ে অফিসার ইনচার্জ বিজয়নগর থানা জনাব মোঃ রওশন আলী মিডিয়া প্রতিনিধি কে জানান,বিজয়নগর থানা মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। আসামী গ্রেফতারের কার্যক্রম অব্যাহত আছে । বিজয়নগর থানা এলাকা আইনশৃঙ্খলা উন্নয়নে, মাদক বিরোধী অভিযানে বিভিন্ন টিম কাজ করে যাচ্ছে । আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা দায়িত্ব পালনে সচেষ্ট আছি ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics