Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ শাহিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া:-

 

.  জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা ১৭ই মার্চ রোজ সোমবার বেলা ২:৩০ মিনিট সময়,উপজেলা হল রুমে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উপজেলা প্রশাসক সাধনা ত্রিপুরা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

.  উক্ত সভায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ বিজয়নগর থানা জনাব মোঃ রওশন আলী।ইমাম হোসাইন,চর ইসলামপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান। বিজেপি প্রতিনিধি। জনাব মো: জমির হোসেন দন্তগীর বিজয়নগর উপজেলা বিএনপি।জনাব মো: মহসিন আহমেদ ভূইয়া বিজয়নগর উপজেলা বিএনপি।জনাব আবু সায়েদ সরকার আমির, বিজয়নগর উপজেলা জামায়াতে ইসলামী। জনাব মাওলানা জহিরুল ইসলাম সভাপতি, বিজয়নগর উপজেলা হেফাজতে ইসলাম। জনাব মো: আবুল ফজল (কামাল) সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।

.  সভাপতি জেলা প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক মো: আবদুর রহমান খান (ওমর)। সাংবাদিক জনাব মো: জিয়াদুল হক। সাংবাদিক জনাব মো: কামরুল হাসান শান্ত। সাংবাদিক জনাব মো: জহিরুল ইসলাম বক্তব্য রাখেন ।

.  আরও উপস্থিত ছিলেন,ডাক্তার মোঃ সুমন ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।ডাক্তার এনামুল হক । ডাক্তার মোঃ মোস্তাফিজুর রহমান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,জিয়াউল ইসলাম,বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা, জনাব মোঃ আশিকুর রহমান বিজয়নগর উপজেলা ইঞ্জিনিয়ার। বিজয়নগর উপজেলা মৎস্য কর্মকর্তা জয়মান জাহান। মোস্তাফিজুল কবির বিজয়নগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।প্রশান্ত বিশ্বাস এজিএম বিজয়নগর পল্লী বিদ্যুৎ অফিস।জামায়াত নেতা আদহাম মাইনুদ্দিন। তৈবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক। ওয়াসিম আহাদ ফায়ার ফাইটার প্রধান বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া । মিনাস গাঙি ইউসি। শাহজাহান উপজেলা বন কর্মকর্তা ।

.   বীর মুক্তিযোদ্ধা দবির আহমেদ ভূঁইয়া । সাংবাদিক আব্দুল্লাহ। সাংবাদিক হিরা আহমেদ জাকির । রিনা রানী দাস, বিজয়নগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা। স্বর্ণজিৎ দেব বিজয়নগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা । সখিনা বেগম ইউপি সদস্য। মোহাম্মদ হাফিজুল ইসলাম ভিটি দাউদতপুর স্কুল । এমদাদুল হোসেন ১ নং বুধন্তী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান। রাকেজা পাল উপজেলা সমাজসেবা অফিসার। আবু ইউসুফ প্রধান শিক্ষক কালাছড়া উচ্চ বিদ্যালয়। নাঈম ইসলাম নাগরিক কমিটি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

Daily Frontier News