Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ব্যবসায়ীর লক্ষাদিক টাকা নিয়ে উধাও কর্মচারী

 

আলমগীর হোসেন, বিজননগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

.     জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় “আব্দুল হেকিম এন্ড সন্স” প্রতিষ্ঠান থেকে লক্ষাধিক টাকা নিয়ে উধাও প্রতিষ্ঠানের কর্মচারী।
গত ১১ই সেপ্টেম্বর (বুধবার) দুপুর ১২ ঘটিকায় এই ঘটনা ঘটে।

.     উক্ত ঘটনায় উপজেলার চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকার সাজিদুল করিম ফিরোজ বাদী হয়ে চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে প্রতিষ্ঠানে কর্মচারী আনোয়ার হোসেনকে(৩৫) প্রধান আসামি করে ও মাতা নুরজাহান বেগম(৫৮) (সাবেক মেম্বার) , মোশারফ মিয়া (৩৮), হাকীম আলী (৩০), সালমা বেগম (৩০), ধন মিয়া (৫৫) ৬জনের নাম উল্লেখ করে বিজয়নগর থানায় অভিযোগ দায়ের করেন।

.     অভিযুগে উল্লেখ করেন, প্রতারক আনোয়ার হোসেন দীর্ঘদিন যাবৎ তার প্রতিষ্ঠানে কর্মে বিশ্বস্ততা অর্জন করেন।

..      ঘটনার দিন প্রতিষ্ঠানের যানবাহনে ২২৯৬ কেজি বিএসআরএম রড উপজেলার চরইসলামপুর জাহের মিয়ার বাড়িতে পাঠালে উক্ত মালামালের ২লক্ষ ২০হাজার টাকা প্রতিষ্ঠানের মালিকের অনুমতিতে আনোয়ার হোসেন এর হাতে দিলে, কর্মচারী আনোয়ার উক্ত টাকা নিয়ে ব্যবহৃত যানবাহন ওই এলাকায় রেখে টাকা নিয়ে আত্মগোপনে চলে যায়। প্রতিষ্ঠানের মালিক বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। অপারগতায় আনোয়ার হোসেন এর পরিবারের কাছে নালিশ করিলে উল্টো হেনস্তায় শিকার হন।

.       এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিক সাজেদুল করিম ফেরুজ জানান, এভাবে যদি কর্মচারীরা বিশ্বাসঘাতকতার কাজ করে তাহলে আমরা ব্যবসা কিভাবে করব। আমি অভিযোগ দিয়েছি আশা করি প্রশাসন আমার বিষয়টা সঠিকভাবে বিবেচনা করবে। তারই সাথে সন্ধানের স্বার্থে প্রতারকের ছবি প্রকাশ করলাম।

.     এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে সর্বোচ্চ সহযোগিতায় অভিযুক্ত কে আইনের আওতায় আনব।

Daily Frontier News