Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে জমি থেকে বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার

 

 

সুজিত কুমার চক্রবর্তী,নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধিঃ-

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়াল নগর ইউনিয়ন সোনা তোলা গ্রামের ফসলের জমি থেকে জোহর আলী(৬৫)নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
সোমবার ২১ এপ্রিল নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের এক কৃষক জমিতে কাজ করতে গিয়ে রক্তাক্ত অবস্থায় সোনাতোলা মধ্যপাড়া গ্রামের আঃ গফুরের ছেলে জোহার আলী মিয়ার মৃতদেহ জমিতে দেখতে পেযে গ্রামবাসীকে জানানো হলে গ্রামের লোকজন ঘটনার স্থলে ছুটে এসে জোহর আলী লাশ দেখতে পায়।

সংবাদ পেয়ে চাতলপাড় পুলিশ ফাড়ির সদস্য ঘটনাস্থলে চলে আসে। পুলিশ ফাড়ির ইনচার্জ রফিকুল ইসলাম লাশ উদ্বারের সত্যতা নিশ্চিত করে এবং বলেন নিহতের ছেলে মো: মিজান(৩৫) লাশের পরিচয় সনাক্ত করেছেন ।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের গলায় চিকন রশি পেছানো ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে । এ রিপোর্ট লিখা পযন্ত খুনের কারন জানা না গেলেও গ্রামবাসী জানায় কিছুদিন আগে একই গ্রামের পশ্চিম পাড়ার ১টি গোষ্টীর সাথে তাদের বিবাদ হয়ে ছিল তখন ১টি খুন হয়েছিল এবং উক্ত ঘটনা নিয়ে ২ পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে দীর্ঘদিন যাবৎ ।

গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক জানান, ”গ্রামে আগেও একটি মার্ডার হয়েছে জোহর আলীর খুনের কারন জানা না গেলেও তার লোকজন প্রতিপক্ষকে দোষারোপ করছে” ।

Daily Frontier News