সুজিত কুমার চক্রবর্তী,
নাসিরনগর(ব্রাহ্মনবাড়িয়া) জেলা প্রতিনিধিঃ-
. ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ফান্দাউক বাজার থেকে ফিল্মী কায়দায় অপহরনের ৬ দির পর আজ ২২ মার্চ ভোরে অপহৃত যুবক নয়ন দাস (২০) কে নাটকীয় কৌশলে রাজধানী ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে।
. ১৬ই মার্চ সকাল ০৯.৫৮ টায় ফান্দাউক বাজারের নিজ দোকান হতে ডেকে বের করে ১টি মাইক্রোবাসে তুলে নয়নকে অপহরন করে নিয়ে যায় অপহরনকারীরা। ঐ দিনই রাতে নয়নের বাবা রামু দাস বাদী হয়ে ১টি অভিযোগ দায়ের করেন নাসিরনগর থানায়। বিভিন্ন পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়ে নয়ন অপহরনের খবর । নয়নের পরিবার ও এলাকায় বিরাজ করে ব্যাপক আতংক । এরই মধ্যে অপহরনকারীরা নয়নের পরিবারের কাছে নির্যাতনের ছবি ও অডিও পাঠিয়ে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে নয়নের পরিবার থেকে আদায় করে নিয়েছে বেশ কিছু টাকা। এদিকে নয়নকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায় নাসিরনগর থানা পুলিশ ও আইনশৃংখলার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনী।
. চলমান আতংক আর উৎকন্ঠার মাঝেই আজ ভোর রাতে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে অপহরনে জড়িত ৫ ব্যাক্তিসহ উদ্ধার করা হয়েছে নয়নকে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খাইরুল আলম এ প্রতিবেদককে জানান,নয়নকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে এবং অপহরনে জড়িত ০৫ ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে । আমাদের প্রস্তুতি চলছে এব্যাপারে ব্রাহ্মনবাড়িয়ায় এসপি স্যার বিস্তারিত ব্রিফিং করবেন “ ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics