সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে অবৈধভাবে ভেকু দ্বারা মাটি উত্তোলনে ৪ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান।
রবিবার ১০ নভেম্বর ২০২৪ খ্রিঃ দুপুরে ভলাকূট ইউনিয়নের খাগালিয়া গ্রামের লঙ্গন নদীর তীরে নাল জমি হতে অবৈধভাবে ভেকু দ্বারা মাটি উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধিত) আইন, ২০২৩ এর ৭(ক) ধারা লঙ্ঘনে ১৫(১) ধারায় উপরে বর্নিত ০৪(চার) জন আসামীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন,নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কাজী রবিউস সারোয়ার। ব্যক্তিগণ হলেন ১। ফারুক মিয়া (৪৮) পিতাঃ মরম আলী গ্রামঃ ফিউরি, বায়োজিদপুর, কিশোরগঞ্জকে
২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড
(২) আশরাফ(৩৫) পিতাঃ আবদুর রহিম গ্রামঃ কামাউড়া, সোহাগপুর, আশুগঞ্জকে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড ৩। আরফিন শিকদার(৩২)পিতাঃ কামাল শিকদার গ্রামঃ সোহাগপুর, আশুগঞ্জকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড (৪) হাফিজ মিয়া(২৩) পিতাঃ ফারুক শিকদার
গ্রামঃ চর দুয়ান,পাথরঘাটা, বরগুনাকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে নাসিরনগর থানায় সোপর্দ করা হয়েছে।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics