Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে অবৈধভাবে মাটি উত্তোলনে ৩ ব্যক্তিকে বিনাশ্রম কারাদন্ড প্রদান

 

সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

 

.     ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সরাইল সৈয়দটুলা গ্রামের ৩ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
.      সোমবার ২১ অক্টোবর ২০২৪ খ্রিঃ নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের মুরারবেড় নামক স্থানে নাল জমি থেকে অবৈধভাবে ভেকু দ্বারা মাটি উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ৪(গ) ধারা লঙ্ঘনে ১৫(১) ধারায় সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের ৩ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নাসিরনগর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার।

.     কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিগণ হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদর সৈয়দটুলা গ্রামের ১। জহিরুল ইসলাম(৩২) পিতাঃমৃত আবদুল আওয়াল ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড ২। শোভন মিয়া(৩২) পিতাঃ আবদুল হাকিম ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড ৩। আরজু মিয়া(৬৫) পিতাঃ মৃত আনোয়ার আলী ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।

 

Daily Frontier News