Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে নদী ও হাওড়ে পোনামাছ অবমুক্তকরণ

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় নদী ও হাওড়ে দেশীয় বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।
বুধবার ৪ সেপ্টেম্বর ২০২৪- ২০২৫ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে পোনামাছ অবমুক্ত করণ আওতায় ডাক বাংলো সংলগ্ন লঙ্গন নদীতে, উপজেলা পরিষদ পুকুরে,মেদির হাওড়ে, বুড়িশ্বর খাস পুকুরে সর্বমোট ৪০৬ কেজি বিভিন্ন প্রজাতির দেশীয় পোনামাছ অবমুক্তকরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফাহিমুল আরেফীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রনি দেবনাথ, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, উপসহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, এফএও কোঃ অর্ডিনেটর মোঃ সফি উল্লাহ, রামরাইল মৎস্যবীজ উৎপাদন খামার ব্যবস্থাপক মোঃ আনোয়ার কামাল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।

Daily Frontier News