মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া আশুগঞ্জ প্রতিনিধি:-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানাধীন সেনাবাহিনী-র্যাব যৌথ উদ্যোগে তারুয়া নতুন বাজার এলাকায়,১০ই মে রোজ শনিবার বেলা ৪:৩০ ঘটিকার সময় টহলরত ছিল। তথ্য উপাত্তর ভিত্তিতে যৌথ বাহিনী বিকাল ৫:০০ ঘটিকার সময় শরীফপুর ইউনিয়নের দক্ষিন তারুয়া সাকিনস্থ ঈমান উদ্দিন চৌধুরীর বাড়ির একতলা বাসা থেকে ১ টি পিস্তল ও ২ রাউন্ড গুলি সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ এর সাবেক সদস্য ইমাম উদ্দিন চৌধুরী কে গ্রেফতার করে ।
. সাবেক সদস্য জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া ইমান উদ্দিন চৌধুরী,(শরীফপুর ইউনিয়ন চেয়ারম্যান সাফি উদ্দিন চৌধুরীর ভাই) সাং: দক্ষিন তাড়ুয়া,ডাক: শরীফপুর, উপজেলা: আশুগঞ্জ,জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
. গর্বিত বাংলাদেশ সেনাবাহিনী,আর্মি ৩৩ পদাতিক ডিভিশন ও বাংলার অহংকার RAB এর যৌথ অভিযানে,ইমান উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
. এ বিষয়ে আশুগঞ্জ থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ বিল্লাল হোসেন মিডিয়া প্রতিনিধি কে জানান,আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে । আসামি কে কোর্ট হাজতে সপোর্দ করা প্রক্রিয়াধীন আছে।আমরা দায়িত্ব পালনে সচেষ্ট আছি ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics