Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক  ব্যবসায়ী আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাচ্চু সাংবাদিক ও নুরুল্লাহ গ্রেফতার  

মো: জয়নাল আবেদীন বিশেষ প্রতিনিধি:-

আশুগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক দ্রব্য ব্যবসায়ী নগদ অর্থ ২৭,৫২০ টাকা, ৬৮৫ পিস ইয়াবা, ৪৫ বোতল ফেনসিডিল মাদক সহ আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাচ্চু সাংবাদিক ও নুরুল্লাহ গ্রেফতার ।

জেলা ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলা ৯ই মে ২০২৫ইং তারিখ ৯:৩০ ঘটিকার সময়, আশুগঞ্জ ক্যাম্প হইতে মেজর ইমতিয়াজ এর নেতৃত্বে আশুগঞ্জ থানা এলাকা গোল চত্বরের পাশে, আশুগঞ্জ,ব্রাহ্মণবাড়িয়া সেনাবাহিনীর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে (১) সাবিকুল ইসলাম সাচ্চু উরফে সাংবাদিক সাচ্চু,পিতা-দানু মিয়া,মাতা-সার বানু,সাং চর চারতলা টেকপাড়া,আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও (২) নুরুল্লাহ
পিতা-ফাইজুর,মাতা-জোবেদা খাতুন,সাং চর চারতলা সরকার বাড়ী,আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া কে নিম্নোক্ত মালামাল সহ গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত মালামালঃ-নগদ টাকা-১০০০ টাকার নোট-০৯ টি =৯,০০০ টাকা।৫০০ টাকার নোট-৩২ টি ১৬,০০০ টাকা।২০০ টাকার নোট-০৩ টি =৬০০ টাকা।
১০০ টাকার নোট-১২ টি=১,২০০ টাকা।৫০ টাকার নোট -০৯ টি =৪৫০ টাকা ২০ টাকার নোট-০২ টি=৪০ টাকা।
১০ টাকার নোট-০৩ টি=৩০ টাকা।মোটঃ-২৭,৫২০ টাকা।

উদ্ধারকৃত মাদক দ্রব্য (১) ইয়াবা-৬৮৫ টি (২) ফেনসিডিল – ভর্তি বোতল ৪৫ টি। (৩) ফেনসিডিল খালি বোতল ৭৩ টি।(৪)ল্যাপটপ -০১ টি। (৫) ক্যামেরা – ০১ টি। (৬) সিপিইউ -০২ টি। (৭) মোবাইল – ০৩ টি। (৮) মোটর সাইকেল – ০১ টি,নাম -ইগনেটর-১২৫ সিসি।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ বিল্লাল হোসেন মিডিয়া প্রতিনিধি কে জানান, আশুগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে মামলার দায়ের করা হয়েছে। আসামিদের কে কোর্ট হাজতে সপোর্দ করা প্রক্রিয়াধীন আছে ।

Daily Frontier News