Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশ কর্তৃক ১ দিনে ৩ হত্যা মামলার আসামী ২ ডাকাত ৪ টি ওয়ারেন্ট সহ গ্রেফতার ৯ জন

 

মোঃ আল আমিন বক্স ব্রাহ্মণবাড়িয়া:-

 

.  জেলা ব্রাহ্মণবাড়িয়া ৪ঠা এপ্রিল ২০২৫ইং সরাইল থানার পুলিশ পৃথক পৃথক দিনভর অভিযান পরিচালনা করে ০৩(তিন)টি হত্যা মামলার আসামী,২ (দুই) জন ডাকাত ও ৪ (চার) টি ওয়ারেন্ট এর আসামী সহ মোট ৯ (নয়) জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।

.   র‍্যাব-৯,সিলেট, সিপিসি-১,ব্রাহ্মণবাড়িয়া’র চৌকস দল ও সরাইল থানা পুলিশের যৌথ অভিযানে সরাইল থানার মামলা নং-০২(০২)২৫,ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১(ক) যৌতুকের জন্য বর্বরোচিত ভাবে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলার আসামি উজ্জ্বল মৈশান (৪৮) পিতা-অলি মৈশান সাং-কালিকচ্ছ (মনিরবাগ) থানা- সরাইল জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে সরাইল থানার নোয়াগাঁও এলাকা হইতে ৪ই এপ্রিল ২০২৫খ্রি: গ্রেফতার করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাজে ব্যবহৃত অস্ত্র (আলামত) উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

.  পৃথক অভিযানের সরাইল থানার এসআই/আবির আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে সরাইল থানার মামলা নং- ০৬(০২)২৪ (আমজাদ মিয়া হত্যা মামলা) ধারা-১৪৩.৪৪৭.৪৪৮.৩২৩.৩২৪.৩২৫. ৩২৬.৩০৭.৩৮০.৪২৭.৩০২.৩৪ পেনাল কোড এর এজাহানামীয় ৩০নং মামলার পলাতক আসামী-মো. আনু মিয়া (৫৫) পিতা-মৃত সাহেদ আলী সাং- সিদ্ধেশ্বরী থানা-সরাইল জেলা- ব্রাহ্মণবাড়িয়া কে সরাইল থানার বিশুতারা এলাকা হইতে ৪ ই এপ্রিল ২০২৫খ্রি: গ্রেফতার করে।

.  পৃথক অভিযানের সরাইল থানার এসআই/জাহিদ আহসান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে সরাইল থানার মামলা নং- ০২(০৮)২৩ (হাফিজ উদ্দিন হত্যা মামলা) ধারা-১৪৩.৩৪১.৩২৪.৩০৭.৩০২. ১১৪.৩৪ পেনাল কোড এর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী-জামাল (৫২) পিতা- শামসুদ্দিন সাং-হরিপুর (পাকশিমুল) থানা-সরাইল জেলা- ব্রাহ্মণবাড়িয়া কে সরাইল থানার পাকশিমুল এলাকা হইতে ৪ই এপ্রিল ২০২৫খ্রি: গ্রেফতার করে।

.  পৃথক অভিযানে সরাইল থানার এসআই/কবির হোসেন এর নেতৃত্বে এসআই/জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে সরাইল থানার মামলা নং- ০১(০৩)২৫ (রোড ডাকাতি মামলা) ধারা-৩৯৫.৩৯৭ পেনাল কোড এর তদন্তে প্রাপ্ত আসামী-(১)পারভেজ (২৭) পিতা-আব্দুল হাই (২) মাহিন প্র: ফাহিম মিয়া (২০) পিতা- মিজান মিয়া উভয়সাং-বাড়িউড়া থানা-সরাইল জেলা- ব্রাহ্মণবাড়িয়া কে সরাইল থানার শাহবাজপুর, বাড়িউড়া হাইওয়ে এলাকায় হইতে ৪ই এপ্রিল ২০২৫খ্রি: রাতভর অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

. আসামিদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত হওয়া বাদীর পাসপোর্ট,ভিসা,এয়ার টিকেট উদ্ধার করা হয়।

.  এ ছাড়াও পৃথক পৃথক অভিযানে (১)সি.আর-১৮৭/১২ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী-শাহিনুর বেগম পিতা-মাজিদ মিয়া সাং-বিটঘর থানা-সরাইল জেলা- ব্রাহ্মণবাড়িয়া, সি.আর-২১/২৫ (নারী ও শিশু) মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী-(১) সাদেক মিয়া পিতা-মৃত মাহফুজ মিয়া (২)মোছা. মাসুমা বেগম স্বামী- ছাদেক মিয়া উভয়সাং-বাহ্মণগাঁও থানা-সরাইল জেলা- ব্রাহ্মণবাড়িয়াদের’কে নিজ নিজ বাড়ি হতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

.   এ বিষয়ে সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রফিকুল হাসান মিডিয়া প্রতিনিধি কে বলেন,সরাইল থানা এলাকা আইন-শৃঙ্খলা উন্নয়নে ঈদ পরবর্তী অভিযানের অংশ হিসাবে আমাদের পুলিশের বিভিন্ন টিম নিরলস ভাবে মাঠে কাজ করে যাচ্ছে । কঠোর ভাবে আমাদের অভিযান অব্যাহত আছে । আমরা দায়িত্ব পালনে সচেষ্ট আছি ।

Daily Frontier News