Daily Frontier News
Daily Frontier News

ব্রাক্ষণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির ২৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 

 

মোঃ জয়নাল আবেদীন বিশেষ প্রতিনিধিঃ-

.     জেলা ব্রাহ্মণবাড়িয়া  ২৭শে জানুয়ারি ২০২৪ ইং তারিখে ব্রাক্ষণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সভাপতি সৈয়দ মোজাম্মেল আহমেদ এর সভাপতিত্বে ২৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ব্রাক্ষণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার ব্রাক্ষণবাড়িয়া পবিসের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তার প্রতিবেদন পাঠ করে। তিনি জানান বিগত ০৪/০৭/১৯৯৬ খ্রিষ্টাব্দে বানিজ্যিক ভাবে পল্লী বিদ্যুৎ কার্যক্রম শুরু করে ডিসেম্বর ২৩ খ্রিঃ পর্যন্ত ৭২৫৫ কিঃ মিঃ লাইন নির্মান করে মোট ৫,৪৯,৬৩৮ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রধান করা হয়েছে। বিগত বছর সমূহের খুচরা বিক্রয় মূল্যের তুলনায় পাইকারী বিক্রয়মূল্যের হার বেশি হওয়ায় এবং পল্লী এলাকায় বিশাল অংশজুড়ে বিতরণ নেটওয়ার্ক পরিচালনা করার কারণে পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনায় আর্থিক ঘাটতি দেখা দিয়েছে। এ সমস্যা উওরণের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের তরফ থেকে সর্বাত্বক প্রচেষ্ঠা অব্যহত রয়েছে। বিতরণ ব্যাবস্হা উন্নয়ন করে, সিস্টেম লস কমিয়ে ও বিদ্যুৎ চুরি অপচয় রোধ করে পরিচালন ব্যয়ের ঘাটতি মোকাবিলার জন্য সমিতির কর্মকতা, কর্মচারী, বোর্ড পরিচালক, গ্রাহক সদস্যবৃন্দের সম্মিলিত প্রচেষ্ঠা গ্রহন করেছে।
পরবর্তীতে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধকারী গ্রাহক এবং অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকদের লটারীর মাধ্যমে পুরস্কৃত করা হয়।
সভা শেষে বিশেষ বোর্ড সভায় ২০২৪ সালের জন্য নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়।
জনাবা ক্ষমা রাণী রায় সভাপতি এবং মোসাম্মৎ শাহীনা খাতুন সচিব হিসাবে নির্বাচিত হন। এছাড়াও সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ পদে যথাক্রমে জনাব মোস্তফা আহমেদ এবং জনাব আব্দুল হান্নান নির্বাচিত হন। বিশেষ বোর্ড সভায় সভাপত্বি করেন জনাবা অর্পনা রানী সাহা, উপ-পরিচালক পবিস মনিটরিং ও ব্যবস্হাপনা পরিচালন
(পূর্বাঞ্চল) পরিদপ্তর বাপবিবো ঢাকা।

Daily Frontier News