Daily Frontier News
Daily Frontier News

ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদের উদ্যোগে ৫০ জন শিক্ষার্থীর মাঝে মেধা বৃত্তি প্রদান

 

মাসুম মির্জা নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা অডিটোরিয়ামে জেলা পরিষদের উদ্যোগে ৫০ জন শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার সকালে (০২/০৯/২৩) উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চেকের মাধ্যমে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের সভাপতিত্বে জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি।

এতে আরো উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন সাদেক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ ইয়াবের হাসান জামিল, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, নবীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম, নবীনগর সরকারি কলেজের সাবেক জি এস মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, বীরগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিয়াজুল হক কাজল, নবীনগর সরকারি কলেজের সাবেক জি এস মোঃ সাইফুল ইসলাম সোহেল, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মুজিব, বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যাক্কারুল হক, কাইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুসা , নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ফিরোজ মিয়া, জাসদের নবীনগর উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জসিম উদ্দিন, মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ কাওসার আহমেদ, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সঞ্জয় শীল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল হক রহমত, সাধারণ সম্পাদক সাইদুর রাসেলসহ এ সময় শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এবাদুল করিম বুলবুল এমপি শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে আহবান জানান।

আল মামুন সরকার জানান আগামী নভেম্বর মাসের মধ্যে নবীনগর উপজেলাতে এসএসসি ও এইচএসসিতে এ প্লাস প্রাপ্তদেরকে ১০ হাজার টাকা করে এককালিলন মেধা বৃত্তি দেয়া হবে। সেজন্য শিক্ষার্থীদের অন-লাইনে আবেদন করার কথা বলেন।

Daily Frontier News