Daily Frontier News
Daily Frontier News

বৃদ্ধার পরিবারের পরিচয় সন্ধানে নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যাণ সংস্থা

 

ডেস্ক নিউজ
মাহমুদা ইভা

বন্দরে ৯০ বছরের এক অঞ্জাত নারীকে গুরুতর আহত ও হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেন স্থানীয় আফজাল হোসেন। তবে উদ্ধারের পর ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো পরিবারের সন্ধান মেলেনি। এমনকি পরিবারের পক্ষ থেকেও খোঁজ নেয়নি কেউ। তাই এবার সেই বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যাণ সংস্থা।বৃদ্ধার পরিবারের পরিচয় সন্ধানে নেমেছে নারী সাংবাদিক কল্যাণ সংস্থার একঝাঁক নারী।

জানা গেছে,বন্দর বাগবাড়ী এলাকা বাসী ঐদিন ফজর নামাজ শেষে নদীর পারে হাটছিলেন, স্কুল ঘাট সংলগ্ন আসলেই কে যেন হঠাৎ করে পা ধরে বাবা বলে চিৎকার করেন। গায়ে দুর্গন্ধ শরিরের বিভিন্ন স্থানে ঘা হয়ে যাওয়ায় কিছুটা ভয় পেলেও এগিয়ে যান এলাকাবাসী।পরে স্থানীয়বাসীরা ভর্তি করান বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
১৪ই জুন রোজ বুধবার দুপুরে খবর পাওয়া মাত্র নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যান সংস্থার সাংবাদিকবৃন্দরা বাগবাড়ি জেনারেল হাসপাতালে উপস্থিত হয়ে হাত-পা বেধে ফেলে যাওয়া বৃদ্ধার সার্বিক খোঁজ-খবর নেন এবং কিছু আ কিছু আথির্ক সহায়তা প্রদান করেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নিকট নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যান সংস্থার সকলের একটাই চাওয়া তিনি যেন এই অসহায় বৃদ্ধাকে সার্বিক সহযোগিতা প্রদান করেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন।

Daily Frontier News