Daily Frontier News
Daily Frontier News

বুড়িচং সাংবাদিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

 

কুমিল্লা বুড়িচংয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে বুড়িচং সদরে পানসী রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখার সহ-সভাপতি কুমিল্লার কাগজের বুড়িচং প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার দপ্তর সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু, কুমিল্লা জমিনের স্টাফ রিপোর্টার মো. ফরহাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখার নির্বাহী সদস্য কাজী খোরশেদ আলম, নির্বাহী সদস্য এম এ হান্নান রোকন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাসান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ, সদস্য মো. শামীম হোসেন।
এসময় সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখাকে সামনে এগিয়ে নিতে সার্বিক দিক নির্দেশনামূলক পরামর্শ দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান ও দপ্তর সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু।

Daily Frontier News