Daily Frontier News
Daily Frontier News

বুড়িচং উপজেলায় বিভিন্ন বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালিন সবজি

 

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি।।

 

কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালিন সবজি। এখনও শীত পুরোধমে আসেনি তবে বাজারে চলে এসেছে শিম,ফুলকপি, পাতাকপি, মুলাসহ প্রায় সবধরনের শীতের সবজি।
এদিকে নতুন সবজির প্রতি ক্রেতাদের বাড়তি আর্কষণ থাকলেও আকাশছোঁয়া দামের ফলে ধারে কাছেও যেতে পারছে না মধ্য-নিম্মবিত্ত শ্রেণির মানুষ।

সোমবার উপজেলায় বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে শীতের সবজি শিমের দাম দোকানভেদে চাওয়া হচ্ছে ৮০-১০০ টাকা কেজি,ফুলকপি ১০০-১২০ এবং বাঁধাকপি ৯০-১১০টাকা পযর্ন্ত।

বিক্রেতারা বলেছেন কয়েক দিন বৃষ্টি হাওয়ায় সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে দামটা একটু স্বাভাবিক সময়ের চেয়ে একটু বেশি। বাজারে শিম,ফুলকপি,পাতাকপি,মুলা, ঢেঁড়সসহ প্রায় সব ধরনের শীতের সবজির দেখা মিলছে। রয়েছে বেগুন,পটল, করলা,টমেটো, শসা,গাজরসহ অন্যান্য সবজিও।সব সবজির পর্যন্ত সরবরাহ থাকলেও দাম আগের মতোই বেশ চড়া।ফলে সবজির বাজারে এসে স্বস্তি মিলছে না ক্রেতাদের।
অধিকাংশ সবজির দাম শুরু হচ্ছে ৬০,৭০,৮০ ৯০ ও ১০০ টাকায়। নতুন ফুলকপি পিস ৬০-৮০টাকা,ঢেঁড়স ৮০-১০০টাকা,করলা ৮০-৯০ টাকা,মুলা ৫০-৬০ টাকা,কাঁচা পেঁপে ৩০- ৪০ টাকা বিক্রি হচ্ছে।
কংশনগর বাজার হেলাল নামে এক ক্রেতা বলে, বাজারে প্রায় সব সবজির দাম ৫০-৬০টাকার ওপরে। আমরা ব্যবসায়ীরাও উচ্চধরে পাইকারি কিনে আনি।সামাস্য লাভের জন্য সারাদিন পরিশ্রম করতে হয়।

সবজি কিনতে আসেন আতাউর রহমান তিনি বলেন, সবজির এত দাম হলে স্বস্তি মেলে কী করে? সবজিতে বাজার ভরপুর।অথচ দামের বেলায় মনে হয় এগুলো বিরল প্রজাতির সবজি। মোট কথা আমাদের মতো নিম্ম মধ্যবিত্ত মানুষ খুব কষ্টে আছে।

Daily Frontier News