Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

 

মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।

কুমিল্লার বুড়িচংয়ে ২২ মে রবিবার আনুষ্ঠানিকভাবে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়। বেলা এগারোটার দিকে উপজেলা ভূমি অফিসের সামনে উপস্থিত থেকে ফেস্টুন, বেলুন ও রঙিন সাজে সাজিয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন।

এসময় সেবাগ্রহীতাদের জন্য ই-মিউটেশন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান কপি ইত্যাদি কার্যক্রম সরাসরি প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন সেবাপ্রার্থীদের মাঝে খতিয়ান বিতরণ ও ভূমি সেবা সংক্রান্ত লিফলেট বিতরণ করেন।বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম সেবাপ্রার্থীদের ভূমি সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই,ভূমি অফিসে না এসে ঘরে বসে ই- নামজারি বিষয়ক আবেদন প্রক্রিয়া, সরকারি নামজারি ফি- ১১৫০ টাকা ও ভূমি বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তবে এই ভূমি সেবা সপ্তাহ ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত চলবে।সকলকে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহেও আমন্ত্রিত করা হয়েছে।
এ সময় জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পেতে ও ডিজিটাল পদ্ধতিতে জমির সমস্যাগুলো সমাধান জানতে সেবাগ্রহীতারা অনুষ্ঠানে যোগদান করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উন্নয়নের পাশাপাশি ২০০৯ সালে যখন সরকারি ভূমি সংক্রান্ত সকল কাজকে ডিজিটাল করার অঙ্গিকার করেছিলো তখন মনে হয়েছিলো এটি অসম্ভব কিন্তু বর্তমানে বাংলাদেশের সকল কাজই দিন দিন ডিজিটালে রূপান্তর করা হচ্ছে। বর্তমান সরকারের একান্ত প্রচেষ্টায় সেবাগ্রহিতারা তাদের ঘরে বসেই ডিজিটাল পদ্ধতিতে নিজের জমির খাজনা প্রদান, খারিজ করাসহ জমি সংক্রান্ত যে কোন সমস্যাই কিন্তু কোন প্রকারের হয়রানী কিংবা ভোগান্তি ছাড়াই সম্পন্ন করতে পারছেন।

Daily Frontier News