মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গোমতী নদীর পাড়ে গোমতী স্টেডিয়ামে বিল্লাল হোসেন ঠিকাদার ডাবল হোল্ডা কাপ ফুটবল টুর্নামেন্টে সিজন – ২ উদ্ভোধন আয়োজন করা হয়।
(২৩ফেব্রুয়ারি ২০২৪) শুক্রবার উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গোমতী স্টেডিয়ামে উক্ত ফুটবল টুর্ণামেন্টের উদ্ভেধনীর খেলার সভাপতিত্ব করেন গোবিন্দপিুর গ্রামের সাবেক ইউপি মেম্বার আবু তাহের।
প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার।
খেলার উদ্বোধক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আবু তৈয়ব অপি।
এসময় উপস্থিত ছিলেন পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ মীর কাশেম, আবু হানিফ সার্ভেয়ার ফেনী, আমেরিকা প্রবাসী আলহাজ্ব আব্দুল কাদের ভূইয়া, মোঃ আতিকুর রহমান আবুল মেম্বার, ইঞ্জিঃ মোঃ আবুল হোসেন, মোঃ হাবিবুর রহমান (সাউথ আফ্রিকা প্রবাসী), মোঃ কুদ্দুস ডিলার, মোঃ আব্দুল ছালাম, বিশিষ্ট ব্যবসায়ী বাহরাইন, মোঃ তাজুল ইসলাম(সাবেক মেম্বার), মোঃ শাহ জাহান (সৌদি প্রবাসী) , মোঃ শাহ আলম (ম্যানেজার ডেল্টা লাইফ ইন্স), মোঃ সোলেমান বিশিষ্ট ব্যবসায়ী,পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সফিউল্লাহ ঠিকাদার, ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন, ভরাসার উচ্চ বিদ্যালয়ের সাবেক বিদ্যুৎসাহী মোঃ আবুল মিয়া, উপজেলা যুবলীগ নেতা শামীমুল ইসলাম হাবু, গোবিন্দপুর যুব সংঘের সভাপতি ইতালি প্রবাসী সাইফুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি আজিম,
খেলায় প্রথম দিনে অংশগ্রহণ করে যদুপুর যুব উন্নয়ন সংঘ ( অধিনায়ক সাইফুল ইসলাম ) বনাম সোন্দ্রম মীর বাড়ি যুব সমাজ (নাজমুল অধিনায়ক)
খেলায় রেফারি ছিলেন রাহুল বাবু, সহকারী রেফারি ছিলেন জাকির ও সাইফুল,খেলায় গোমতি স্টেডিয়ামের চারিদিকে বিপুল জনসমাগমের উপস্থিত দেখা গেছে। ট্রাইবেকারে সোন্দ্রমকে হারিয়ে জয় লাভ করে যদুপুর যুব উন্নয়ন সংঘ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics