Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে বজ্রপাতে নিহত কিশোরের পরিবারের পাশে ইউএনও

 

মোঃআব্দুল্লাহ :

কুমিল্লার বুড়িচংয়ে বজ্রপাতে নিহত রিপন মিয়ার পরিবারকে মানবিক দৃষ্টিতে আর্থিক সহায়তা করেছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) হালিমা খাতুন।

(১৩ মে ২০২২) শুক্রবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলা লড়িবাগ গ্রামে বজ্রপাতে নিহত রিপন মিয়ার বাবা চারু মিয়ার হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন ইউএনও হালিমা খাতুন। এ সময় রাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাসেম মাস্টার,স্থানীয় মেম্বার,সাংবাদিক, পিআইও অফিসের স্টার্ফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টায় বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়িবাগ গ্রামের চারু মিয়ার ছেলে রিপন মিয়া বিকেলে বাড়ির পাশে মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে কিশোর রিপন মিয়া ঘটনাস্থলেই মারা যায়।
বজ্রপাতে তার মুখমন্ডল ঝলসে যায়।তাদের পুরাতন বাড়ি থেকে প্রায় ৫০ গজ দূরত্বে ঘটনাটি ঘটে। এ ঘটনার সংবাদ প্রকাশিত হওয়ার ইউএনও হালিমা খাতুনের নজরে আসে।

ইউএনও হালিমা খাতুন প্রতিনিধিকে গণমাধ্যমে সংবাদ পেয়ে রাজাপুরে বজ্রপাতে মৃত ব্যক্তির বাড়িতে যাই।নিহত রিপন মিয়া পরিবারকে ২৫ হাজার টাকা সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Daily Frontier News