Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে দুর্গাপূজা উপলক্ষে কারিগররা প্রতিমা তৈরিতে ব্যস্ত

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

আর কয়েকদিন পরই হিন্দু সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলায় ময়নামতি এলাকায় প্রতিমা তৈরির কারিগররা প্রতিমা তৈরি করতে ব্যস্ত।

গত ১৫ দিন আগে থেকে প্রতিমা তৈরি শুরু হয়েছে।

এরই মধ্যে মন্ডপের কাঠামো তৈরি এবং খড়ের কাজ শেষ হয়েছে।
এখন চলছে মাটির কাজ। এরপর মাটির তৈরি প্রতিমায় রং তুলির কাজ করা হবে।

ময়নামতি ইউনিয়নের নয়ন (৪০) এবং তার স্ত্রী সোহাগী রানী (২৬) গত ১৭ বছর ধরেই প্রতিমা তৈরির সাথে জড়িত।

প্রতিমা বিক্রি করেই তাদের সংসার চলে। প্রতিটি প্রতিমা ২০থেকে ৩০হাজার টাকার অর্ডার পেয়েছেন। এ মৌসুমে তিনি ৩ টি দুর্গাপূজার প্রতিমা সেট তৈরি করছেন। নয়ন এবং তার স্ত্রী সোহাগী সারা বছরই প্রতিমা তৈরির কাজ করেন।
নয়ন জানান, প্রতিবছর তিনি ৫ টিরও বেশি প্রতিমাসেট তৈরির অর্ডার পান। এ বছর তিনি মাত্র ৩ টি প্রতিমা তৈরির অর্ডার পেয়েছেন।

যেহেতু কোনও দলীয় সরকার ক্ষমতায় নাই তাই কোনও নেতাদের আর্থিক সহায়তা পাওয়ার কোনও আশা নাই। তিনি আরো জানান এছাড়া পূজামন্ডপে সরকারি কোনও আর্থিক সহযোগিতারও আশ্বাস পাওয়া যাচ্ছে না। তাই এ বছর পূজা মন্ডপের সংখ্যা কমেছে।

Daily Frontier News