Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

 

কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ১৩ জুন মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন মিঠু।

বিশেষ অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান ইঞ্জি: জয়নাল আবেদীন,পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান আবু তাহের, ভারেল্লা দক্ষিণ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক , ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন,মোকাম ইউপি চেয়ারম্যান সাহেব আলী ,ভারেল্লা উত্তর ইউপি চেয়ারম্যান এড, ইস্কান্দার আলী আমির ভূইয়া, বাকশীমুল ইউপি চেয়ারম্যান আবদুল করিম , রাজাপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তার মানবদেহে স্বাস্থ্যকর খাদ্যের তাৎপর্য এবং ভূমিকা তুলে ধরে আলোচনা করেন।
বক্তারা বলেন, সরকার সপ্তাহ জুড়ে পুষ্টি সচেতনতার প্রচারের জন্য বিভিন্ন কর্মসূচী চালু করেছে। ৬ জুন থেকে শুরু হয়ে এই পুষ্টি সপ্তাহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা মূলক আলোচনা ও শিশুদের মাঝে পুষ্টি জাতীয় খাদ্য বিতরণ করা হয়েছে। মানুষকে নিরাপদ খাদ্য গ্রহণে সচেতন করতে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ সোচ্চার রয়েছেন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখতে পারলেই সুন্দর জাতি গঠন ও স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে।
বক্তারা আরো বলেন, সঠিক পুষ্টির সম্পর্কে সাধারণ দিয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার বিভিন্ন কার্যক্রম নিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। পুষ্টি ও স্বাস্থ্যকর খাবার মানুষের স্বাস্থ্যকর জীবনধারার ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে বুড়িচং উপজেলার সকল ইউনিয়নের মধ্যে পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবুল মনসুর মজুমদার( রাজীব) ৪৫ দিনের জন্ম নিবন্ধন ক্যাম্পেইন এর লক্ষ অর্জনে প্রথম হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ হতে ১ম স্থানের শুভেচ্ছা স্মারক উপহার গ্রহণ করেন।

এসময় সহকারী স্বাস্থ্য পরিদর্শক লাকী বেগম,রত্মাদাস। আরো যারা জন্ম নিবন্ধন, জন্ম -মৃত্যু লক্ষ্য মাত্রা অর্জনের কারণে শুভেচ্ছা স্মারক উপহার গ্রহণ করেন ইউনিয়ন সচিব লিয়াকত আলী,সচিব মিজানুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন সদর ইউপি সচিব হাজী জাহাঙ্গীর আলম,ষোলনল ইউপি সচিব খাবির উদ্দিন, ভারেল্লা ইউপিবসচিব আব্দুর রহমান ভূইয়া,বাকশীমুল ইউপি সচিব মার্জানা বেগম, স্বাস্থ্য সহকারী পারভীন, সচিব জাবেদ, উপজেলা স্বাস্থ্য সহকারী রাসেল, মাসুদসহ উপজেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Daily Frontier News