বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নে কোদালিয়া গ্রামে চুরি করতে গিয়ে দুই চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
ঘটনাটি ঘটেছে (৫ নভেম্বর ২০২৪) মঙ্গলবার রাত ২টার সময়। বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার এসআই নূরুল ইসলাম-২।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার রাত ২টার সময় দুই জন অপরিচিত যুবক চুরি করার উদ্দেশ্যে উপজেলার কোদালিয়া গ্রামে প্রবেশ করেন। এসময় চোর সন্দেহে তাকে তাদেরকে স্থানীয় জনতা আটক করলে জিজ্ঞাসাবাদে শিকার করে। আটক করার পর তাদের পরিবারকে খবর কেউ নিতে আসে নাই। তারপর বুড়িচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই চোরকে উদ্ধার করে আইনের প্রক্রিয়ায় কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায় এই দুই যুবকের বিরুদ্ধে চুরি ও মাদক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অভিযোগ রয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন একই উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের (উত্তর জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) এলাকার মতিন মিয়ার ছেলে শান্ত,অপরজন ব্যক্তি হলেন পূর্ণমতি গ্রামের আব্দুল রহিমের ছেলে শিমুল।
এ বিষয়ে বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান,আটককৃত দুই যুবকের বিরুদ্ধে চুরি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাদেরকে আইনের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এসময় ওসি আরো বলেন,চোর,ডাকাত ও মাদক কারবারিদের বুড়িচংয়ে স্থান হবে না। তাদেরকে আইনের মাধ্যমে শক্তভাবে দমন করা হবে।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics