Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে চাঁদা না দেয়া দোকানে হামলা ও ভাংচুর!

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।

কুমিল্লার বুড়িচং উপজেলায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে না পেয়ে তার দোকানে হামলা করে ভাংচুর করে দুর্ভৃত্যরা।

গত ৮ সেপ্টেম্বর রোজ রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টা দিকে শিবরামপুর হাজী বাড়ি সংলগ্ন নাহিদা এন্টারপ্রাইজে মোঃ পিয়াস (২৪), মোঃ সাইমন (২২), মোঃ নজরুল ইসলাম (৪৫), মোঃ মজনু মিয়া (৩০), মোঃ মোসলেম মিয়া (৫৫) সহ আরো কিছু অজ্ঞাতনামা লোক এসে চাঁদা দাবি করে।
দোকান মালিক নাহিদা বেগম একজন সহজ-সরল অসহায় নারী। সে কাছে তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে আসামীগণ তার দোকানে হামলা করে লুটতরাজ চালায় এবং ভাংচুর করে।

খোজ নিয়ে জানা গেছে যে, আসামীগণ নাহিদা বেগমের প্রতিবেশি হয়। যারা বিভিন্ন সময় তার দোকান থেকে পণ্যসমূহ বাকিতে নিয়ে থাকে এবং তার বাকি টাকা চাইলে ঝগড়ার সৃষ্টি করে। প্রতিবারের মতো এবারও পাওনা টাকা চাইলে তারা নাহিদা বেগমের সাথে ঝগড়া সৃষ্টি করে উল্টো তার কাছে ১০ হাজার টাকার চাঁদার দাবি করে এবং প্রাণনাশের হুমকী দেয়। আসামীগণ নাহিদা বেগমের পিতা মারধর করে ও শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে এবং দেশী অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে দোকানের সাটার ও দরজা ভেঙ্গে ভেতরে থাকা মালামাল তছনছ করে ফেলে। এতে করে দোকানে দেড় লক্ষ টাকার অধিক ক্ষতি সাধিত হয় এবং ক্যাশে থাকা নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়। সেসময় নাহিদা বেগম পিতাকে রক্ষা করতে আসলে তার চুল ধরে কাপড় খোলার চেষ্টা করে শ্লীলতাহানী করে তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায়, যার মূল্য ১লক্ষ টাকার অধিক।

আহত অবস্থায় নাহিদা বেগম সহ অন্যরা বুড়িচং সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় মামলা করতে গেলে থানা মামলা গ্রহণ করেনি। কখন নিরুপায় হয়ে ভূক্তভোগীরা আদালতে মামলা করেন।

এই বিষয়ে নাহিদা বেগম আকুলভাবে বলেন, আমি এর সুবিচার কামনা করি।

Daily Frontier News