বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে আম পাড়তে গিয়ে গাছ
থেকে পড়ে এক স্কুল ছাত্র মর্মান্তিকভাবে আহত
হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ২১
মে বেলা আড়াইটায় বুড়িচং উপজেলার রাজাপুর
ইউনিনের পঁাচোড়া গ্রামে। এ ব্যাপারে চড়ানল
গ্রামের অধিবাসী ক্ষতিগ্রস্ত স্কুল ছাত্রের পিতা
সিএনজি চালক মো. রাসেল আহাম্মদ ভূইয়া
উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে একটি অভিযোগ দায়ের
করেছেন । জানা যায়- চড়ানল সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের ৫ম শ্রেণীতে পড়ুয়া মেধাবী শিক্ষার্থী
ইসমে আজম ভুইয়া ( ১২) সহ আরো তিন জন
সহপাঠি ছাত্র গত ২১ মে বেলা আড়াইটায়
পার্শ্ববর্তী পাঁচোড়া গ্রামে চড়ানল সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সম্মতিতে
গাছ থেকে আম পাড়তে যায়। এক পর্যায়ে সে গাছ
থেকে মাটিতে পড়ে তার ডান চোখ, মাথাসহ শরীরের
বিভিন্ন অঙ্গ লিলা ফুলা জখম হয়ে যায়। এসময় তার
আত্মচিৎকারে এলাকার লোকজন জড়ো হয়ে পড়ে
অন্যান্য শিক্ষাথীরা তাকে তার বাড়িতে নিয়ে আসে।
সিএনজি চালক মো. রাসেল আহাম্মদ ভূইয়া ও তার
স্ত্রী মোসা. ডলপি আক্তার সাংবাদিকদের জানান
আর্থিক অনটন থাকলে ও অনেক কষ্ট সহ্য করে তার
পিতা সিএনজি চালিয়ে লেখাপড়া চালিয়ে
আসছেন। সে ৫ম শ্রেণীতে পড়ে এবং তার রোল নং-১
ভবিষ্যাতে তার লেখাপড়া চালিয়ে নিতে আরো কষ্ট
করতে ও তারা প্রস্তুত আছেন। কিন্তু তার এ দূর্ঘটনা
তাকে কোন দিকে নিয়ে যায় এ নিয়ে তারা
দুশ্চিতায় দিনাতিপাত করছেন এবং এর জন্য প্রধান
শিক্ষককে দায়ী করছেন। এব্যাপারে প্রধান শিক্ষককে
জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন আমি ও শারীরিকভাবে
অসুস্থ তবে বিষয়টি তিনি অবগত আছেন। এদিকে,
বিষয়টি সুরাহাকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে
আসার অনুরোধ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics