মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলা গোমতী নদী থেকে অবৈধভাবে দীর্ঘদিন যাবত ফসলি মাটি কেটে নিয়ে আসছে একটি চক্র।
সেই সাথে গোমতি নদীর বেরিবাধ এ প্রতিনিয়ত হচ্ছে অবৈধ স্থাপনা। দীর্ঘদিন যাবত এভাবে মাটি কেটে নিয়ে যাওয়ার ফলে প্রতিনিয়ত হুমকির মুখে গোমতী নদীর বেরিবাধ।
৫ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের যৌথ অভিযান চালিয়ে গোমতি নদী মাটি ও বালি তোলা রোধে ষোলনল ইউনিয়নের কামারখাড়া থেকে শুরু করে গোবিন্দপুর পর্যন্ত সকল ড্রাইভারশন বন্ধ এবং কিছু অবৈধ দোকান স্থাপনা উচ্ছেদ করা হয়।
এসময় অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সামিউল ইসলাম এবং পানি
উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মহিউদ্দিন,
সহকারী রাজস্ব কর্মকর্তা মো:আরিফুর রহমান,
রাজস্ব সার্ভেয়ার জেসমিন আক্তার, কার্য সহকারি নাসির উদ্দিন এবং গিয়াস উদ্দিন।
সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম বলেন,গোমতি নদী থেকে মাটি এবং বালি উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসক জিরো টলারেন্সে রয়েছেন এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এবং ভবিষ্যতে ও মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে বুড়িচং উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics