কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার বুাড়িচং ওয়েলফেয়ার সোসাইটির ঢাকার উদ্যোগে শুক্রবার সকালে (৮ নভেম্বর) বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের লক্ষ্যে ক্ষতিগ্রস্থদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ জনের মাঝে নগদ অর্থ, টিন, স্যানিটারি লেট্রিন স্থাপনের উপকরণ, টিউবওয়েল, ঘরের খুঁটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা বাবদ অর্থ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে টিনসহ অন্যান্য উপকরণ বিতরণ করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।
সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ফ্যাশন স্টেপ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন যথাক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া,
ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মোনতাকিম, উপদেষ্টা, বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি, অধ্যাপক এম হুমায়ুন কবির, উপদেষ্টা, বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি, অধ্যাপক মো: অহিদুর রহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক, মোহাম্মদ আবু তাহের, অধ্যক্ষ, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি, অধ্যক্ষ আব্দুল হান্নান, উপদেষ্টা, বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি, মো: সাইফুল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান, বুড়িচং উপজেলা পরিষদ, অধ্যাপক সাদেকুর রহমান, উপদেষ্টা, বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি, সড়ক ও জনপদের প্রকৌশলী (অব.) মোঃ আবুল হোসাইন, ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মো: তোফায়েল ইসলামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক কাজী মো. ইকরামুল হক। বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানিম আহমেদ, ওয়েলফেয়ার সোসাইটির অর্থ বিষয়ক সম্পাদক মো. আব্দুল আউয়াল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, মাওলানা মোঃ জাকারিয়া খান, সাংবাদিক মোঃ তাজুল ইসলাম, মোঃ সোলেমান পাটোয়ারী, মোহাম্মদ কাইয়ুম, জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics