Daily Frontier News
Daily Frontier News

বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল হকের দাপন সম্পন্ন

 

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-

 

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পাশ্ববর্তী মৌলভীবাজার জেলার খলিলপুর ইউনিয়নের
সাটিয়া গ্রামের সকলের প্রিয় মূখ বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল হক (৮০) আমাদের মাঝে আর নেই। তিনি গত কয়েক মাস ধরে নিজ বাড়িতে অসুস্থ ছিলেন। গত (২০ সেপ্টেম্বর) শুক্রবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনির ৫ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনির মৃত্যুর খবর গত শুক্রবার মধ্য রাত থেকে যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে প্রকাশ হলে দূর দূরান্তের আত্মীয় স্বজন, বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার নারী- পুরুষ মরহুমের বাড়িতে ভীড় জমান। (২১ সেপ্টেম্বর) শনিবার দুপুর ২টা ৩০ মিনিটের সময় নিজ গ্রাম সাটিয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে শেরপুর ফাঁড়ির থানা পুলিশ ও মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিক নিদের্শনায় পুলিশি সম্মাননায় একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাযার নামাজ পড়ান ক্বারী চানু মিয়া। নামাজ শেষে সাটিয়া গ্রামের কবরস্থানে তাকে দাপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, ইউপি সদস্য ইলিয়াস আলী, খালিস মিয়া, বিশিষ্ট মুরুব্বি সুফি মিয়া, গুলজার মিয়া, সুপান মিয়া, চুনু মিয়া, লিটন মিয়া, খালিস মিয়া, চুনু মিয়া, কদ্দুস মিয়া, শাহ জাহান মিয়া রিপন মিয়া সহ আরো অনেকেই। তিনির মৃত্যুর বিভিন্ন মহলের লোকজন শোক প্রকাশ করেছেন।

 

Daily Frontier News