Daily Frontier News
Daily Frontier News

বিশ্বনাথ উপজেলা রোগী কল্যাণ সমিতির সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ ছালেক উদ্দিন, বিশ্বনাথ প্রতিনিধি

 

রোগীদের কল্যাণে গঠিত হয়েছে বিশ্বনাথ উপজেলা রোগী কল্যাণ সমিতি। এই লক্ষ নিয়েই সমিতির কাজ অব্যাহত রয়েছে।

২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা রোগী কল্যাণ সমিতি সভাপতি ডাঃ মোঃ দেলোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্হিত ছিলেন, উপজেলা রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক একাধিক বারের চেয়ারম্যান ছয়ফুল হক,

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা রোগী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক মধু মিয়া,

সমিতির জীবন সদস্য দি বাং শু গুণ, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও তথ্য, প্রচার ও সম্প্রচার সম্পাদক মোঃ শাহিন উদ্দিন, জীবন সদস্য মোঃ জুবেল মিয়া, জীবন সদস্য ফরহাদ আলী প্রমুখ।

সভায় অনার্র বোর্ড তৈরী, সার্টিফিকেট বিতরণ, রমজানে ইফতার পাটি আয়োজন ও রোগী কল্যাণ কার্যক্রমকে আরো বেগমান করার সিদ্বান্ত গৃহীত হয়েছে।

Daily Frontier News