Daily Frontier News
Daily Frontier News

বিশ্বনাথে ২ শতাধিক চক্ষু রোগী পেল ফ্রী চিকিৎসা সেবা

 

মোঃ ছালেক উদ্দিন বিশ্বনাথ প্রতিনিধিঃ-

 

“যতক্ষণ দেহে আছে প্রাণ, মানবতার জন্য জীবন বিলান” এমন প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্বনাথের দশঘর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হুপিরপার, চাঁন্দভরাং গ্রামের অনুষ্ঠিত হয়েছে ফ্রী চিকিৎসা শিবির।

যুক্তরাজ্য প্রবাসী হারুন রশীদ লিটন মিয়ার আয়োজনে প্রয়াত আব্দুল ওয়াহিদ (আদিল) ও তার পরিবারবর্গের স্মরণে ডাক্তার নাইমুল ইসলাম এর পরিচালনায় এলাকার প্রায় ২ শতাধিক চক্ষুরোগীকে বিনামূল্যে চিকিৎসা পত্র , ঔষধ ও সরঞ্জাম প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১০ ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে মোঃ আমিনুর রহমান এর সঞ্চালনায় হুপিরপার হাজী বশির মিয়ার বাড়িতে গোয়াইনঘাট জাস্ট হেল্প সিলেট রাইট রোটারি আই হসপিটাল এর ব্যবস্থাপনায় উক্ত চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।

চক্ষু শিবিরে চিকিৎসা প্রধান করেন গোয়াইনঘাট জাস্ট হেল্প সিলেট রাইট রোটারি আই হসপিটাল এর ডাক্তার ফয়জুর রহামন, মেহেদী হাসান, মিনহাজ বক্স রণি, মোঃ শওকত হোসেন।

উক্ত চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করে বক্তব্য রাখেন, ডাক্তার নাইমুল ইসলাম ডিএএমএস,এলডিএমএস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী, যুক্তরাজ্য বাঙালি কমিউনিটি নেতা মোঃ সেবুল মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের জয়েন্ট সেক্রেটারি মোঃ ইমাম উদ্দীন, বিএনপি নেতা দিলাল মিয়া, মোঃ ফজলু মিয়া, দশঘর ইউপি সহসভাপতি রশিদ আহমদ শিশু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, দশঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ শিমুলবাক গ্রামের প্রবীণ মুরব্বি মোঃ তোফায়েল আহমেদ তালুকদার, গোয়াইনঘাট জাস্ট হেল্প সিলেট রাইট রোটারি আই হসপিটাল এর ম্যানেজার আবুল কাশেম সিদ্দিকী, হুপিরপার মসজিদের ইমাম সলিম উদ্দিন লাকেশ্বরী।

চিকিৎসা শিবিরে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ মোহন মিয়া, বাইশঘর নিবাসী বিশিষ্ট মুরব্বি মুজাম্মেল আলী, আটঘর গ্রামের মুরব্বি দবির মিয়া, মুরব্বি শামীম আহমদ, হুপিরপার গ্রামের নুনু মিয়া, জুনেদ মিয়া,শাহজাদ মিয়া, শামীম মিয়া প্রমুখ।

Daily Frontier News