Daily Frontier News
Daily Frontier News

বিশ্বনাথে সাকিব কল্যাণ ট্রাস্টের ঢেউটিন বিতরণ

 

মো: ছালেক উদ্দিন। বিশ্বনাথ প্রতিনিধিঃ-

 

বিশ্বনাথে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর্ত মানবতা সেবায় নিয়োজিত অরাজনৈতিক সংগঠন সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে উদ্যোগে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের রেলস্টেশন পয়েন্ট সংলগ্ন মেসার্স রিয়াজ এন্টারপ্রাইজের সম্মুখে ৪ জন উপকারভোগীদের মাঝে টিন বিতরণ সম্পন্ন হয়।

সাকিব ট্রাস্টের প্রতিষ্ঠা ও চেয়ারম্যান, সমাজসেবক সেলিম আহমেদ ও ট্রাস্টের ভাইস চেয়ারম্যান কলছুমা আহমেদ এর অর্থায়নে বিশ্বনাথ উপজেলার তিনটি ও দক্ষিণ সুরমা উপজেলার একটি অস্বচ্ছল পরিবারের মাঝে ৮০ হাজার টাকার ঢেউটিন বিতরণ করেন ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক সাংবাদিক মো. সায়েস্তা মিয়া।

এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের বাংলাদেশ কমিটির ট্রাস্টি সদস্য, সিরাজ উদ্দিন, ব্যবসায়ী রিয়াজ উদ্দিন বাদশা ও ট্রাস্টী সদস্য আবুল বশর প্রমুখ।

Daily Frontier News