মো. ছালেক উদ্দিন, বিশ্বনাথ প্রতিনিধিঃ-
বিশ্বনাথ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জাম সহ শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) রাতে এক ডাকাত কে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
ডাকাতির সরঞ্জামসহ বিশ্বনাথের মিয়ারবাজার থেকে আটক ব্যক্তি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আবদুল মুমিন (২৮)। পুলিশ তার পরিচয় নিশ্চিত করেছে। আটক ডাকাত জগন্নাথপুর উপজেলার পাটলী গ্রামের আব্দুল আহাদের ছেলে। তাকে বিশ্বনাথ থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হবে বলে জানা গেছে থানা পুলিশ সূত্রে।
গত দু’দিন ধরে বিশ্বনাথ উপজেলায় ডাকাত প্রবেশের আতংক ছড়িয়ে পড়ে। এতে জনমনে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে এবং এলাকা ভিত্তিক ডাকাত প্রতিহতের ঘোষণা দিয়ে বিভিন্ন স্থানে নির্ঘুম রাত কাটায় এলাকাবাসী। বিষয়টি নিয়ে থানা পুলিশ ও জনপ্রতিনিধিদের পক্ষে সচেতনতা ও প্রতিরোধে কাজ করার জন্য ব্যাপক প্রচারণা চালানো হয়। গতকাল সন্ধ্যা পরপরই বিশ্বনাথে সংঘবদ্ধ ডাকাত প্রবেশের একটি খবর ছড়িয়ে পড়লে সচেতন মহলের সহযোগিতায় পুলিশ প্রশাসনের অভিযান জোরদার করা হয়। এতে ডাকাতির প্রস্তুতি কালে সরঞ্জাম সহ এক ডাকাত কে আটক করতে সক্ষম হয় বিশ্বনাথ থানা পুলিশ।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী ডাকাত আটকের বিষয়টি নিশ্চিত করে জানান; আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics