মো: ছালেক উদ্দিন, বিশ্বনাথ প্রতিনিধিঃ-
বিশ্বনাথে শাহ আব্দুল করিম পরিষদের উপদেষ্টা বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের বাসিন্দা গণি শাহ’র উপর দুষ্কৃতকারীদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) দুপুরে বিশ্বনাথের পৌরসভার বাসিয়া ব্রীজে শাহ আব্দুল করিম পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন,শাহ আব্দুল করিম পরিষদ, বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি প্রবাসী রানা খান, সাধারণ সম্পাদক বাউল ভাসানী বারিক, সাংগঠনিক সম্পাদক আসমত আলী লিটন, প্রচার সম্পাদক আরশ আলী।
আব্দুল গণি-কে বিগত ১২ই মার্চ (গণি শাহ) নিজ বাড়ির পাশে সন্ধ্যার আঁধারে এলাপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত আহত করে দূর্বৃত্তরা। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন, শাহ আব্দুল করিম পরিষদ, বিশ্বনাথ উপজেলা শাখার সহ সভাপতি এমরান খান, সাংস্কৃতিক সম্পাদক বাউল ইউনুস আলী, সাবেক প্রচার সম্পাদক রফিক মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক চেরাগ আলী, সদস্য বাউল আব্দুল্লাহ, আনহার আলী, আমির আলী, আবুল মিয়া, সুমন আহমদ, মাহিন, বিলাল, মুউরস, শাহ এনাম প্রমুখ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics