Daily Frontier News
Daily Frontier News

বিশ্বনাথে ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার উপর অতর্কিত হামলা

 

এস.পি.সেবু সিলেট থেকে :

সিলেটের বিশ্বনাথে অতর্কিত হামলার শিকার হয়েছেন উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের টানা চার বারের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া। সোমবার (২৮ এপ্রিল) আড়াইটার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত ‘উপজেলা আইন শৃংখলা কমিটি সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভা’ শেষ করে নিজ গন্তব্যে ফেরার পথিমধ্যে উপজেলা পরিষদ কমপ্লেক্স মোড়ে (সিএনজি স্ট্যান্ডের সামনে) ওই অতর্কিত হামলার শিকার হন তিনি।

অতর্কিত হামলায় উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং হামলাকারীরা এসময় তার একটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে। তবে কে বা কাহারা ওই হামলা করেছে কিংবা কেনই ওই হামলা হয়েছে এব্যাপারে কিছু জানা যায়নি। তাই ‘দলীয় কোন্দল নাকি ইউনিয়ন পরিষদ এলাকার কোন কোন্দল’র জের থেকে হামলার ঘটনাটি সংগঠিত হয়েছে তা কুয়াশার চাদরে ঢাকাই থেকে যাচ্ছে।

জানা গেছে, ২০২২ সালের ৩১ জানুয়ারী অনুষ্ঠিত সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রতিদ্বন্দিতা করায় ‘দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে’ কবির হোসেন ধলা মিয়াকে দল (বিএনপি) থেকে বহিস্কার করা হয়। যা বর্তমানেও বহাল রয়েছে। আবার লামাকাজী ইউনিয়ন পরিষদের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নিয়ে এলাকায় থাকা বিরোধ ও পরিষদের বরাদ্ধ নিয়ে কিছু সাবেক-বর্তমান সদস্যদের মধ্যে কিছু ক্ষোভের জেরও রয়েছে বলে জনশ্রæতি রয়েছে।

অতর্কিত ওই হামলার ব্যাপারে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া বলেন, ‘উপজেলা আইন শৃংখলা কমিটি সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভা’ শেষ করে উপজেলা কমপ্লেক্স থেকে বের হয়ে আসার পথিমধ্যে আমার উপর অতর্কিতভাবে হামলা করা হয়েছে। দলীয় (বিএনপি) কোন্দলের জের ধরে আমার উপর ওই অতর্কিত হামলা করা হয়েছে। এর কারণ আমার জনপ্রিয়তা। এসময় আমার একটি মোবাইল ফোন হামলাকারীরা লুট করে নিয়ে গেছে।

কবির হোসেন ধলা মিয়া আরোও বলেন, যে সভাগুলোতে ইউএনও-ওসি উপস্থিত ছিলেন, সেই সভা শেষ করে ফেরার পথিমধ্যে যদি আমাদেরকে এরকম হামলার শিকার হতে হয়, তবে সাধারণ মানুষ কি নিরাপত্তা পাবে। কোথায় আছে আমাদের আইন শৃঙখলা পরিস্থিতি, তা সহযেই অনুমান করা যাচ্ছে।

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, থানায় এসে লামাকাজী ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া হামলার ব্যাপারে আমাকে মৌখিকভাবে বিষয়টি অবগত করে গেছেন। প্রয়োজন হলে পরবর্তীতে তিনি থানায় লিখিত অভিযোগও দাখিল করবেন।

অতর্কিত হামলার ব্যাপারে বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেছেন, তদন্ত সাপেক্ষে এব্যাপারে দ্রত আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য বিশ্বনাথ থানার ওসিকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

Daily Frontier News