Daily Frontier News
Daily Frontier News

বিশ্বনাথের মিরেরচর ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনঃ নির্মানকৃত গেইটে

মোঃ ছালেক উদ্দিন, বিশ্বনাথ প্রতিনিধি:-

 

শুভ উদ্বোধন

মাহমদ আলী, জয়বুন নেছা ও সালেহ আহমদ মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে বিশ্বনাথ পৌরসভার মিরেরচর ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইট পুনঃ নির্মানের শুভ উদ্বোধন হয়েছে ৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে।

বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিপি রানী দেবের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাকলী নন্দীর সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সুহেল রানা,
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী সেবুল মিয়া, হাজি মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক শিক্ষাবিদ ইমাদ উদ্দিন, বিশ্বনাথ পৌরসভার সাবেক মেয়র পদপ্রার্থী মোঃ মুমিন খাঁন মুন্না, বিশ্বনাথ ওমর ফারুক একাডেমি এন্ড কমপ্লেক্সে সাবেক প্রধান শিক্ষক এইচ এম আক্তার ফারুক, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মছদ্দর আলী, পুরানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিরাজ আলী।

অনুষ্ঠানে কুরআন তিলাওয়ত করেন বিদ্যালয়ের সাবেক ছাত্র মোজাম্মেল আলী, এতে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, পি টি এ সভাপতি মোঃ কবির উদ্দিন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ইসমাইল আলী, কন্ট্রাক্টর জাহেদুর রহমান, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখতার আহমদ সাহেদ, রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার হাফিজ আলী, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ দেব, বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের অর্থ সম্পাদক কাউসার আহমদ বাপ্পী, মুরব্বী মোঃ আয়না মিয়া, মোঃ তাজ উদ্দিন, মোঃ মফজ্জুল ইসলাম, বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিখা রানী সেন, রুজিনা আক্তার, ও কানিজ ফারহানা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৮৬২ ইংরেজীতে অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এখনও বিদ্যালয়ের অনেক সংকট রয়েছে। এই সংকটকে উত্তোরণের জন্য বক্তারা সরকারের সংলিষ্ট বিভাগের কাছে দাবী উত্তাপন করেন এবং মাহমদ আলী, জয়বুন নেছা ও সালেহ আহমদ মেমোরিয়াল ট্রাস্টকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।

অন্যদিকে বক্তারা উক্ত মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মালিকের প্রতিও কৃতজ্ঞতা জানান ৫ লক্ষ টাকা ব্যয়ে তাঁর ট্রাস্টের মাধ্যমে গেইট পুনঃ নির্মানের জন্য। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে গেইটের শুভ উদ্বোধন করেন।

Daily Frontier News