ঝালকাঠি প্রতিনিধি:-
বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধী শুভানুধ্যায়ীদের সম্মানে হেফাজতে ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে শহরের অতিথি কমিউনিটি সেন্টারে হেফাজতে ইসলামের ঝালকাঠি জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহীম খান, হেফাজতে ইসলামের জেলা শাখার উপদেষ্টা মাওলানা মুহাম্মদ সিফাতুল্লাহ, বরিশাল মহানগর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রুহুল আমিন, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল হালীম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম নান্নু, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, ওলামা দলের জেলা সভাপতি আহসান হাবীব সোহাগ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আক্কাস সিকদার, জাতীয় সাংবাদিক সংস্থা, ঝালকাঠির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথি হযরত মাওলানা আব্দুল হালীম বলেন, “হেফাজত ইসলাম মানে ইসলাম রক্ষা করা। ইসলাম রক্ষার জন্য জীবন দিতে প্রস্তত ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics