Daily Frontier News
Daily Frontier News

বিভিন্ন তালবাহানা করে নির্বাচন পেছানোর অপচেষ্টায় লিপ্ত একটি পক্ষঃ মীর নেওয়াজ আলী নেওয়াজ

নিজস্ব প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন:-

 

ঢাকার পুরান লালবাগে বিএনপি নেতা মীর নেওয়াজ আলী, ঈদ উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে উপহার বিতরণের সময়, সরকারকে নির্বাচন স্থগিত করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করার অভিযোগ করেছেন। তিনি বলেন, “দেশের জনগণ আজ কঠিন পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। বিএনপি নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু সরকার সংস্কারের নামে নির্বাচন স্থগিত করে সরকারি অর্থের অপচয় করছে এবং তাদের দলকে শক্তিশালী করার জন্য ব্যস্ত রয়েছে।”

গত রাতে লালবাগের সুবন্ধন সামাজিক সংগঠন আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে মীর নেওয়াজ আলী এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, “দেশের প্রকৃত অবস্থা পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলেই স্পষ্ট হয়ে যায়, সাধারণ মানুষের অবস্থা কতটা কঠিন। সরকার পরিস্থিতি অনুকূল না হলেও নিজেদের স্বার্থে কাজ করছে।”

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আব্দুল আজিজ, বিএনপি নেতা মজিবুর রহমান মজু এবং স্থানীয় নেতাকর্মীরা। সুবন্ধন সামাজিক সংগঠনের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায়, প্রায় ২৫০টি অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণের সময় মীর নেওয়াজ আলী বলেন, “আগামী দিনগুলোতে আমরা আরও বেশি উপহার নিয়ে আসব এবং সবসময় আপনাদের পাশে থাকব, ইনশাল্লাহ।” উপহার পাওয়া অনেকেই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তিনি যদি আগামী দিনে সংসদ সদস্য হন, তবে আমাদের দুঃখ-কষ্ট থাকবে না। আমরা তার জন্য দোয়া করি।”

Daily Frontier News