Daily Frontier News
Daily Frontier News

বিপুল পরিমান মাদক আটক করে মামলা দিলেন ৫কেজি গাজা ৪টি ভদকা দিয়ে

 

হবিগঞ্জ প্রতিনিধিঃ-

 

জানাযায় ৪ অক্টোবর সোমবার রাত ৮ দিকে চুনারুঘাট থানার এএসআই সারওয়ার আলম তার সঙ্গীয় ফোর্স সহ দেওয়ারগাছ ইউনিয়নে রাজাপুর গ্রামে ইয়াকুব আলীর বাড়িতে মাদক বিরুদি অভিযান পরিচালনা করে,২০ কেজি গাজাঁ দুই বস্তা এবং ভারতীয় বতকা মদ ৩০ বোতল ও আসামী ইয়াকুব আলীকে আটক করেন।পরে রফাদফার মাধমে মোটা অংকের টাকা নিয়ে পলাতক দেখানোর শর্তের আসামি ইয়াকুব আলীকে ছেড়ে দেওয়া হয়। এবং আসামিকেও বলা হয় যে মাদক পরিমাণে মামলা কম দেখালে আসামি দ্রুত আদালত থেকে জামিনে মুক্তি পাবে।বিষয় টি নিয়ে চুনারুঘাটে সর্বোত্ত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবিষয়ে সরেজমিনে ঘঠনা স্থলে গিয়ে জানাযায় স্হানীয় লোকজনের কাছে সোমবার রা ৮ টার দিকে চুনারুঘাট থানার এএসআই সারওয়ার আলম সহ একদল পুলিশ উল্লেখিত স্থান থেকে দুইটি বস্তায় ২০ কেজি গাজাঁ দুই কার্টুন বিয়ার মদ ও ৩০ পিচ ভদকা ভারতীয় মদ উদ্ধার করেন।এসময় আসামী ইয়াকুব আলীকে আটক করা হয়। কিন্তু রহস্যজনক কারণে অভিযানের সময় ভিডিও বা ছবি তোলা হয়নি।সাংবাদিকরা বারবার প্রমাণ দেওয়ার জন্য বললেও অভিযান পরিচালনাকারী অফিসার প্রমাণ দিতে ব্যর্থ হয়। এবিষয়ে চুনারুঘাট থানার ওসি নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি বাহিরে আছি ডিউটি অফিসারের কাছ থেকে তথ্য সমগ্র করেন।বিভিন্ন গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় অভিযান পরিচালনার শেষে ভারতীয় ভদকা মত এবং বিয়ারের কার্টুন থানায় নিয়ে আসা হয় যার সিসি ক্যামেরা তল্লাশি করলে সত্যতা পাওয়া যেতে পারে।

Daily Frontier News