Daily Frontier News
Daily Frontier News

বিজয়নগরে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ২  

আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

বিজয়নগর থানার এএসআই(নিরস্ত্র) মোঃ আব্দুল করিম ও তার সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে মাদক বহনকালে ৫ বছরের সাজাপ্রাপ্ত জুয়েল মিয়া সহ দুইজনকে গ্রেফতার করেছে।

১৫ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)  ভোর ৫:১৫ মিনিটে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেষপুর রানওয়ে বাজার মোড় হইতে  ০৪ কেজি গাঁজা সহ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পশ্চিম কালাছড়ার রুহুল আমিন ছেলে মহন মিয়া (৪০) ও  একই ইউনিয়নের দুলালপুর গ্রামের শাহজান মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৮) সহ ২জন মাদকসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে  বিয়জয়নগর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ২জনের মধ্যে ১জন ৫বছরের সাজাপ্রাপ্ত। তাদেরকে আইনী প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং মাদক বহনকারী সিএনজি থানা হেফাজতে রাখা হয়েছে।

Daily Frontier News