Daily Frontier News
Daily Frontier News

বিজয়নগর বুল্লা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত প্রায়-৫০

আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
 
.      জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত প্রায় ৫০জনেরও বেশি।

.    স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর অনুমান ৫-৬ মাস আগে বুল্লা গ্রামের নোয়াবাড়ির কাউছার (মেম্বার) এর মেয়ে ও ঘটনার অপরপক্ষ মেম্বার বাড়ীর আব্দুল আহাদের ছেলের প্রেমের সম্পর্কের জেরে এ ঘটনা ঘটে।

.    অন্যদিকে ২৭শে ফেব্রুয়ারি (মঙ্গলবার)  পার্শ্ববর্তী হাজীপুর গ্রামে খেলার মাঠে উভয় পক্ষের দুই ছেলের ঝগড়ার ঘটনা ঘটলে, উক্ত ঘটনাকে কেন্দ্র করে এবং পূর্ব শত্রুতার বহিঃপ্রকাশে ঘটাতে ২৮শে ফেব্রুয়ারি (বুধবার)  সকাল ৭টায় উভয়পক্ষ উৎ পেতে থাকা নোয়াবাড়ি লোকজন ও  অপরপক্ষ হাজীবাড়ি, মেম্বার বাড়িসহ পাঁচটি গোত্র নিয়ে উভয় পক্ষের হামলায় ঘটনা ঘটে।

.     সংঘর্ষের আহতরা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

.     এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম মিডিয়া প্রতিনিধিকে বলেন, মেয়ে সংক্রান্ত পূর্ব শত্রুতায়, ওদের দুই পক্ষের ঝামেলায় চলে আসছিল, এরই জেরে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনায় পৌঁছলে পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে পুলিশ মোতায়ন রয়েছে।  নিহতের কোন ঘটনা ঘটেনি, তবে আহতের সংখ্যা এখনও বলা যাচ্ছেনা। এখন পরিস্থিতি শান্ত আছে।

Daily Frontier News