Daily Frontier News
Daily Frontier News

বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে অশুভ আচরণের অভিযোগ  

আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

.       জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার নবাগত ইউএনওর বিরুদ্ধে অশুভ আচরণের জন্য,  নির্বাচন কমিশন এর বরাবর লিখিত অভিযোগ করেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত মশাল প্রতীকের প্রার্থী মোঃ আবদুর রহমান খান (ওমর)।

.   আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের প্রত্যেক ইউএনও ও ওসি কে বদলির নির্দেশ অনুযায়ী, বিজয়নগর উপজেলায় ১০ই ডিসেম্বর নবাগত ইউএনও যোগদান করেন রুবাইয়া আফরোজ।

.      যোগদানের পর থেকে সময়ের স্বল্পতায় বিজয়নগর বাসির সাথে ঘনিষ্ঠতা না হলেও,  আসন্ন দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে গত ২৭শে ডিসেম্বর  ওনারই অফিস থেকে প্রার্থীদের বরাবর ইস্যুকৃত চিঠির জবাবে, গত ২৮শে ডিসেম্বর বৃহস্পতিবার ওনার কার্যালয়ে জমা দিতে গেলে, জাতীয় সমাজতান্ত্রিক দলের মশাল প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আবদুর রহমান খান (ওমর) কে ওনার নিজ অফিস থেকে বাহির করে দেন। পুনরায় আবদুর রহমান খান ওমর তার পরিচয় দেওয়ার চেষ্টা করিলে কোন কর্ণপাত করেনি এবং  প্রতিউত্তরের প্রচার-প্রচারণার চিঠি গ্রহণ করেননি। এমন আচরণে ক্ষুব্দ হয়ে প্রতীকের প্রার্থী অশুভ আচরণের বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর অভিযোগ করেন।

Daily Frontier News