Daily Frontier News
Daily Frontier News

বিজয়নগরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ভাঙচুর ও লুটপাটে আহত ২

 

আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:-

 

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মাদক ব্যবসায় বাধা প্রদান করায় ঘরবাড়ি কুপিয়ে ভাঙচুর সহ লুটপাট করে আহত করেছে আপন চাচাতো ভাই উপজেলা চর ইসলামপুরের মৃত আবুল বাশারের ছেলে মোঃ শফিক মিয়া (৫৫) সহ পরিবারের আটজন।

আহতরা হলেন, চাচাতো ভাই মৃত কদর আলীর ছেলে মো: নুর মিয়া ও নুরু মিয়ার ছেলে মো: নাসির উল্লাহ ও হাফেজ মোঃ হাসান উল্লাহ।

গত ৩০শে মার্চ (রবিবার) রমজানের শেষ দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ইফতারের সময় এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, অভিযুক্ত শফিক মিয়ার ২ ছেলে ও ৪ মেয়ে তার পরিবার উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ১৩ই ডিসেম্বর (বৃহস্পতিবার) ২৪ইং সালে ৫৮০০ পিচ ইয়াবাসহ অভিযুক্ত শফিক মিয়ার ছেলে আলাউদ্দিন ও মেয়ে রোজিনা বেগম প্রশাসনের হাতে আটক হয়ে জেল খেটেছে। উক্ত মাদক ব্যবসাকে নুরু মিয়া বাধা দেওয়ায় ঘটনার দিন ইফতারের সময় শফিক মিয়া সহ তার পরিবার ৮জন সদস্য মিলে নুরু মিয়ার নিরীহ পরিবারের উপর দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের দুটি ঘরের মালামালসহ ভাঙচুর করে নুরু মিয়া ও তার ছেলে নাসিরুল্লাহ ও হাফেজ মো: হাসান উল্লাহকে গুরুতর আহত করে নগদ অর্থ স্বর্ণালংকার ও ল্যাপটপ নিয়ে যায়।

এ বিষয়ে এলাকাবাসীর বক্তব্যে জানান, অভিযুক্ত শফিক মিয়ার পরিবার খুবই খারাপ, তারা মাদক ব্যবসার সাথে জড়িত। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এ বিষয়ে ভুক্তভোগীরা জানান, আমরা নিরীহ মানুষ, আদক ব্যবসা আমাদের আশেপাশে থাকবে এটা আমরা চাইনা।তাই আমরা এই ব্যবসা থেকে বিরত থাকতে বলার পরে, আমাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে আমাদের মেরেছে। আমরা তার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রওশন আলী জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Daily Frontier News