Daily Frontier News
Daily Frontier News

বিজয়নগরে ভারতীয় বিএসএফ এর হাতে যুবকের খুন

 

আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

 

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ভারতীয় বিএসএফ বর্ডার গার্ডের হাতে নৃশংস ভাবে মৃত্যু হয়েছে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের মৃত মো ফজলুর রহমান এর ছেলে মুরাদ মিয়া (৩৫)নামে এক যুবকের।

৮ই এপ্রিল (মঙ্গলবার) বিকাল ৩:৩০ মিনিটে উপজেলা সেজামুড়া মধ্য পূর্ব পাড়া রাজকিশোর মোড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত মুরাদ মিয়া, উপজেলার আউলিয়া বাজারে মোবাইল মেকানিকের দোকান রয়েছে। সে বিবাহিত দুই সন্তানের বাবা। তার তিন বোন ও চার ভাই।

নিহতের ভাতিজা আসিফুর রহমান সজীব জানান, মুরাদ মৃত্যুর আগে বলেন, মুরাদ তার জমিতে কৃষি কাজের জন্য গেয়েছিল সেখান থেকে ভারতীয় বর্ডার গার্ড তাকে ধরে নিয়ে ৫ – ৬ জন মিলে মারধর করে বাংলাদেশ সীমান্তে ফেলে যান। আত্মীয়স্বজনরা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া বর্ডার গার্ড ২৫ বিজিবির পক্ষ থেকে জানান, আমরা ঘটনাটা জেনেছি এবং বিএসএফের সাথে কথা হয়েছে, এই বিষয়টা এখন তদন্তাধীন আছে।

Daily Frontier News