Daily Frontier News
Daily Frontier News

বিজয়নগরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

 

আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

 

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ২নং চান্দুরা ইউনিয়নের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৫শে মার্চ (মঙ্গলবার) চান্দুরা ডাকবাংলা মাঠে উপজেলার সকল নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব আব্দুল হক এর সভাপতিত্বে ও
আফজাল হোসেন আলমগীর, সিনিয়র সহ-সভাপতি চান্দুরা ইউনিয়ন বিএনপি, হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক চান্দুরা ইউনিয়ন বিএনপি, আলহাজ আলী ইমরান, সাধারণ সম্পাদক চান্দুরা ইউনিয়ন বিএনপি ও আলী রহমান, যুগ্ম সম্পাদক চান্দুরা ইউনিয়ন বিএনপির, নুরুল হক নিয়াজ, সাবেক সহ-সভাপতি জেলা ছাত্রদল, যৌথ সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন, নুরুল হুদা সরকার, সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, জমির হোসেন দস্তগীর, আহবায়ক উপজেলা বিএনপি, এডভোকেট ইমাম হোসেন, সদস্য সচিব উপজেলা বিএনপি, ডা: রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক উপজেলা বিএনপি, নেওয়াজ মোরশেদ, আহবায়ক উপজেলা শ্রমিকদল, সায়েদ খন্দকার, সদস্য উপজেলা বিএনপি সহ উপজেলার বিএনপি’র সকল নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা অতীতে আওয়ামী ফ্যাসিবাদের নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, তাদেরকে যাতে পুনর্বাসন করার চেষ্টা না করা হয়। এবং আওয়ামী ধূসররা যাতে কুলস বদলিয়ে দলে না ঢুকতে পারে, সকলকে নজর রাখার অনুরোধ জানান।

Daily Frontier News