Daily Frontier News
Daily Frontier News

বিজয়নগরে আধিপত্য বিস্তারে দফায় দফায় সংঘর্ষে ৪ জন আটক 

 

আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

 

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারে আমিন মেম্বার ও গিয়াস উদ্দিন এর দলের মধ্যে সংঘর্ষ হয়।

২৭শে এপ্রিল (রবিবার) রাত ৯টায় সংঘর্ষ শুরু হয়।

এ সময় উভয় পক্ষের সংঘর্ষে প্রায় ১৫ থেকে ২০ টা বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।

২৮শে এপ্রিল (সোমবার) সকাল ও বিকাল দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা এর নির্দেশে বিজয়নগর থানা পুলিশ, সেনাবাহিনী ও ডিবির সহায়তায় সংঘর্ষ থামাতে সক্ষম হয়।

ঘটনার সূত্রে জানা যায়, ঘটনার রাত আধিপত্য ও অনুসারী নিয়ে পাল্লা ভারি করার ক্ষুবে হঠাৎ এ আক্রমণ শুরু হয়।

এ বিষয়ে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, গতরাত সংঘর্ষের কথা শুনে আমরা পর্যাপ্ত ফোর্স পাঠিয়েছি। আজকে সেনাবাহিনী, পুলিশ ডিবির যৌথ প্রচেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বর্তমানে পরিচিতি নিয়ন্ত্রণে আছে। কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

Daily Frontier News