মোঃ রাসেল চৌধুরী লামা – আলীকদম প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উল্লেখযোগ্য কর্মকাণ্ড পরিচালনা করায় ডিসেম্বর/২০২২ মাসের জেলায় শ্রেষ্ঠ থানা হিসাবে লামা থানাকে নির্বাচত করা হয়। জানা যায়, জেলার লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরীর পেশাদারিত্ব, মাদক দ্রব্য জব্দ, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন সভা কক্ষে (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত সবায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পিপিএম। এসময় তিনি পুরস্কার স্বরূপ লামা থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরীর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করেন। লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, সমন্বিত কাজের স্বীকৃতিস্বরূপ লামা শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে। শ্রেষ্ঠ থানা হিসাবে এ অর্জন সামনের দিকে আমাদের কর্মস্পৃহাকে আরো বেগবান করে তুলবে। এ-সময় তিনি পুলিশের উর্দ্ধতন কতৃপক্ষ, লামা থানা পুলিশ টিম, লামা থানা এলাকার সর্বস্তরের জনগণ, গণমাধ্যমকর্মী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সর্বদা সহযোগিতা কামনা করেন।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics