Daily Frontier News
Daily Frontier News

বাংলাদেশ স্কাউট  ৭ম জাতীয় কমডেকা উদ্বোধন 

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, সিরাজগঞ্জ থেকে:-

 

“বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং” শ্লোগান কে সামনে রেখে ৭ম জাতীয় কমডেকা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটৈর আহ্বায়ক কমিটির সদস্য খম খবিরুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, ডাঃ আমিনুল ইসলাম, শহীদ মুগ্ধ এর ভাই স্নিগ্ধ প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। জুলাই – আগষ্ট বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

৭ম জাতীয় কমডেকায় প্রায় ৫ হাজার রোভার উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেন, “ছাত্ররাই এদেশে বৈষম্যহীন সমাজ গঠনে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ৭১ থেকে ২০২৪ পর্যন্ত ছাত্রসমাজ এদেশে অনেক ইতিহাস সৃষ্টি করেছে।

তিনি আরো বলেন, ছাত্ররাই দেশ ও সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। “

Daily Frontier News